তোমায় নিয়ে লিখতে গেলে,
ভুলে যাই মানতে শাব্দিক অভিধান।
তোমায় নিয়ে লিখতে গেলে,
শূন্য হয়ে যায় স্বল্প জানা শব্দ জ্ঞান।
তোমায় নিয়ে ভাবতে গেলে,
জোছনা স্রোতে আমি বৃষ্টি দেখি।
তোমায় নিয়ে ভাবতে গেলে,
মেঘলা আকাশে পূর্ণিমা আঁকি।
তোমায় নিয়ে গাইতে গেলে,
তালে তালে ভুল করে গানের সুরেরা।
তোমায় নিয়ে লিখতে গেলে,
ভালোবাসার গল্পে বদলে যায় কষ্টের কবিতারা।
তোমায় নিয়ে ভাবতে বসেই,
প্রখর রোদেরা বাতাসে ভাসে।
তোমায় নিয়ে ভাবতে বসেই,
মেঘলা দিনেও দু'চোখ বুজি রোদের আঘাতে।
তোমায় নিয়ে ভাবতে গেলেই,
প্রেম এসে এঁটে যায় সকল ভাবনা চিত্তে।
তোমায়,শুধু তোমায় নিয়ে ভাবতে গেলেই,
ভালোবাসারা বাতাসে উড়ে,ঘোরে চক্র বৃত্তে।