লোকাল বাসের ভাঙা জানালাটার ওপারে এলোমেলো বয়ে যাওয়া বাতাস,
সাক্ষী হয়েছে এক জোড়া চোখের গোপন স্বপ্নগুলোর।
ব্যস্ত শহরের ব্যস্ত সড়কগুলোর পাশ ঘেঁষে চলে যাওয়া ফুটপাতটা,
সাক্ষী হয়েছে এক জোড়া ক্লান্ত পায়ের স্বপ্ন পূরণকারী যাত্রার।
ঝলমলে দিনের চিকচিকে আকাশটার দস্যি সূর্যটা,
সাক্ষী হয়েছে ঘর্মাক্ত দেহের স্বপ্ন পূরণের তেষ্টার।
রাতের কোলজুড়ে জোছনার আলোয় ফিনফিনে মিহি বাতাসটা,
সাক্ষী হয়েছে হেরে যাওয়া মনটার নতুন স্বপ্ন বুননের।
বেলা শেষে পরিশ্রমী দেহটার ভেতরে থাকা স্বপ্নবাজ মনটা-ই কেবল বুঝে,
বেঁচে থাকার জন্য কতটা প্রয়োজনীয় এই স্বপ্নটা।