আজ তোমার দেয়া নীল শাড়িটা পরলাম,
নীল শাড়ির আঁচলটাকে তুমি নীল আকাশ ভাবতে,
তাই আঁচল মেলে জড়িয়ে নিলাম নীল শাড়িটা।
তুমি নেই,
তবু তোমার দেয়া নীল শাড়িটাতো আছে।
চুল গুলো টেনে খোপা করেছিলাম।
পর মুহূর্তেই ভাবলাম তুমি তো আমার খোলা চুল পছন্দ করো।
তাই খুলে দিলাম তোমার প্রিয় চুল গুলো।
তুমি নেই,
তবু তোমার পছন্দগুলো আমার করে নিলাম।
কপালে কালো টিপটা দিলাম,
অভ্যাসবশত খানিক বাঁকা করেই টিপটা দিয়েছিলাম,
তুমি ঠিক করে দিবে বলে।
তুমি নেই,
তবু তোমার স্পর্শটুকু আজও আছে।
কাজলটাও টেনে নিলাম,
চোখ জুড়ে কাজল দেয়ার মায়াটা তোমায় ব্যাকুল করতো।
তুমি নেই,
তবু তোমার ভালোলাগা গুলো আমায় ঘিরে  রাখে।
সর্বক্ষণ.....
আজ হাত ভর্তি করে চুড়ি ও পরেছি।
আমার চুড়ির রিনঝিন শব্দই তো তোমায় মাতাল করে নিয়ে আসতো এই পথে।
আজ তুমি নেই,
তবু এই পথটা আছে।
শিউলি ফুল আছে,
মাতাল করা হাওয়া আছে,
শুকনো পাতার মরমর শব্দ আছে,
সবই আছে।
নেই শুধু তুমি।,তবু আছো।