আচ্ছা, বিমূর্ত সেই জিনিস টার রং কেমন
লাল,নীল,সবুজ কি কালো?
যা শুধুই নিকষ অন্ধকারাচ্ছন্ন হৃদয়কে
জাগায় শুধুই আলো।


আচ্ছা সে কি স্বপ্নের মতো?
যার বিচ্ছুরণে নিরবতা ভেঙে
নিষ্ঠুর মনও হয় উদ্ভাসিত।


আচ্ছা নাকি সে মৃত্যুর মতো?
যার স্পর্শে চিতায় চরে স্বপ্ন সহস্রশত।


নাকি সে আঁধার রাতে হঠাৎ জ্বলে উঠা
জ্যোৎস্নাময় চন্দ্রিমা?
যার কবর খোঁড়া হয় শেষ রজনীর সমীপে।


সেই বিমূর্ত বস্তুটির শৈল্পিক স্পর্শ,
সত্যিই কবির জীবন চারণ কে করবে রক্ষা হতে স্তব্ধ বিমর্ষ?


বিমূর্ত
         রাফিউর রহমান