আগুন ছাড়া কি মানুষ বাঁচে ?
অথচ এখন ভেতরের আর বাহিরের-
আগুন একসাথে একমাত্রায় জ্বলছে।


একসাথে চোখের সামনে-
আগুনকে জ্বলতে দেখে,
ঘৃনা ও ভয়ে নিঃশব্দে-
চিৎকার করে বলি,
আগুনের ভেতর কান্না কেনো শুনি ?
কোন পাপে আগুনও বিক্ষোভে পুড়ছে?


এ কি কারো উৎসবের আয়োজন?
নাকি মানুষের বেশে অমানুষের উৎসবে-
প্রকৃতির ক্রন্দনরোল?
আগুন কেঁদে আর লাভ নেই,
তোর মৃত্যু হবে সমুদ্রে।
আর ওই অমানুষগুলো-
তীরে তোর মৃত্যু দেখবে,
আমোদ-উল্লাসে।