অন্ধকারাচ্ছন্ন রাস্তায়,
ফেলে আসা স্মৃতির গহ্বরে-
কাব্য হারায় প্রকৃতির নির্মম প্রহারে!
কাব্যের আনন্দের নাম বিষন্নতা-
মফস্বলের নিষ্ঠুর কোলাহল,
সে তো কেবলই রূঢ় নিয়মের বাস্তবতা!


তবে প্রেমাসিক্ত কাব্য অন্তরে মালা গেঁথে-
মোহনীয় কুয়াশা মাখা পড়ন্ত বিকেল খোঁজে,
অধীর অপেক্ষায় চেয়ে রয় অজানার পথে।


কতো কবিতার মতো করে-
সহস্র প্রেম জন্ম নেয়,
কত হাসি ঝড় তোলে হৃদস্পন্দনে-
বারবার তবুও কেন এভাবেই 
প্রেম আসে আমার হৃদয়মন্থনে?