জীবনের এক অধ্যায় ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে,
নিরবে চেয়ে থাকা বাস্তব গল্প।
নিদারুণ সমাপ্তির পথে হওয়া যাত্রা,
ঠিক সেই ক্রান্তিতেই এসে টানলো মাত্রা।
শেষ হওয়ার শেষের এক গল্প,
জীবনের রোমাঞ্চের চেয়ে নয় সে সল্প।


আমার কৈশোর পেরিয়ে,
আচমকা যৌবনে পা ফেলার দিনে;
আর কি নিদারুণ এক অন্ধকারময়।
পথভ্রষ্ট হওয়া জীবনের সূচনাকালে,
হঠাৎই শব্দ বিহীন মায়াবী এক হুংকার দিয়ে
বিধ্বংসী দেবীর রুপে,
ঝলমলে সূর্যের আলোর মত প্রেম নিয়ে তুমি এসেছিলে;
আমার অনুভূতির দুয়ারে কড়া নাড়তে।
নেড়েছিলে আপন ভঙিমায়,
ভুলবার মতো সাহস নেই আমার-
ছিলে তুমি শুধু আকাঙ্ক্ষায়।


প্রেম, আহ্ সেই প্রেম,
যেনো যৌবনের অবিচ্ছেদ্য এই অংশ
আমার কাছে আসারই কথা ছিল।
নিজের হৃদয়ের গোপন কোঠরে,
লুকায়িত এক বাসনা নিয়ে
আমি যেনো আঠারোটি বসন্ত,
অপেক্ষাতেই ছিলাম তার।
কিন্তু.....
যার সমাপ্তি আজো খুঁজে কবি।