বিরামহীন এই যে অশ্রুপাত-
বসন্তের তপ্তহীন বিকেলের
এই যে বিষন্নতা,
তারই সঙ্গেতো সংলাপ আমার
কিঞ্চিত মঞ্চের মধ্যখানে,
একেবারে বাকিটা-
পাদ প্রদীপের আলোর বাইরে।
সেদিনকার এক গোধূলির সময়ে-
যখন অস্ত যায়নি সূর্য পুরোটা,
চাঁদ ও ওঠেনি পূর্ণিমার উঠোনে,
নীলকন্ঠি পাখির ন্যায় রাঙানো আমার
সুনন্দিতা বলে উঠলো,
কবিতার সঙ্গে কিসের এত ঢলাঢলি,
সেই কি তবে তোমার প্রথম প্রেম?