আমি ইশ্বর দেখেছি
অসহায় মানুষের করুন চাহনিতে।
আমার ইশ্বর,
আমার অস্তিত্ব, আমার দর্শন।
কে বলে ইশ্বর নাই?
এইতো এখানে,সবার ভেতর তার বসবাস ।


আমি ইশ্বর দেখেছি
প্রকৃতির মাঝে অদৃশ্যের কাহন
আমার ইশ্বর
তিনি মহালয়ে ,
আপন মগ্ন মনে।


ইশ্বরের  কথা ,
প্রকৃতির নীরব ভাষা ,অব্যক্ত শ্রবণ।


আমি ইশ্বর দেখেছি
ক্ষুধার্ত মানুষ,আস্তাকুড়ে অভুক্ত কুকুরটি
ইশ্বরের অপার লীলাখেলার সৃষ্টি


উনিই সৃষ্টি, স্রষ্টা, পরমাত্মা।