আমি কবিতা,আমি মুক্ত
আমি উচ্ছন্ন প্রসুপ্ত।
কিশোর কবির প্রেম,
যৌবনের মহা সঙ্গীতের ভ্রম।


আমি ভালোবাসা যা,
সেই কিশোরীর নিকট আশ্রিত।
আমি সেই ওষ্ঠ,
যেটির আকুল্য একজনের স্পর্শ।


হ্যাঁ, আমি সেই কিশোরের মন,
যেটি বাঁধা পরে আছে একজনের কাছেই।
সেই সৌভাগ্যবান কিশোরীর কথা বলছি,
যে তার প্রেম দানের জন্য উদগ্রীব হয়ে,
অপেক্ষায় বসে আছে।


তবে সময় বয়েই যাচ্ছে,কিশোরের কলমও
থমকে,থমকে থামতে চাচ্ছে,
বড্ড বেলা গড়াচ্ছে, আর যে চলছে না
এই বার্ধক্য ভরা হাত।


তবুও সে আমায় লিখে যাচ্ছে আপন মনে,
সে আমায় লিখবে ই,
কিন্তু আমাকে যে তার সেই
আরাধ্য মানুষ টি পড়তে পারছে না,
এটা কি কিশোর বুঝে না????
হ্যাঁ,অবশ্যই সে বুঝে।
কিন্তু তাও সে পড়তে দেবে না,
কখনও পড়তে দেবে না,
আমৃত্যু সে লিখে ই যাবে শুধু,
কিন্তু কেন......?


কবিতার কথা
                রাফিউর রহমান