যদিও হয়েছে অনেক বেলা
পথের অন্ত আর যায় না দেখা,
সীমানার ওপারে যে আকাশ থাকে-
তাও এখন মেঘ-মিলনের অন্তরালে।


গাছের পাতায়, ঘাসের ডগায়,
আজ তোমার নামে সন্ধ্যা নামে।
তবু কি মিলেছে দেখা তার-
যে আছে গাঢ় কাব্যের আড়ালে?


অনেক ক্লান্তির পর ঠিকই-
আবার ঘুম নেমে আসে,
বাতাসে মারিজুয়ানার ঝাঁঝালো গন্ধ বাসে।


এমন সময় তুমি বিনা-
কে আছে  বলো,
যার কথার সুরে-
মধু ঝরে যাবে অন্তরে?