দৌঁড়াচ্ছি, দৌঁড়চ্ছি, আপন মনে শুধু
দৌঁড়িয়ে যাচ্ছি।
আশেপাশের সব কিছুই আমার দৃশ্যতীত।
তবে কানে ঠিকই কিছু কথা আস ছিলো,
মনে হলো কিছু মানুষ বলছে ঐ বাড়ির
বৌ একটা পতিতার জন্ম দিয়েছে।


ওদের কথাটা কেন জানি আমার হৃদয়টা
মোচড়ানো শুরু করেছে বোধগম্য হচ্ছে  না।
অতঃপর গতি টা একটু কমিয়ে,
মহান দের দিকে তাকিয়ে দেখি
গোটা পাঁচেক নূরানী চেহারার লোক।


ওনাদের দেখেই বুঝে গেছি কি ঘটেছে,
কিন্তু সত্যি আমি সেখানে কোন প্রতিবাদ করিনি।
কেননা আমার কণ্ঠ রোধ্য করা হয়েছে
তাই কণ্ঠনালীতে শব্দের ফুলঝুরি,
থাকার পরও আমি মূক।


যার ফলাফল আবার দৌড়ানো শুরু করলাম,
এভাবে দৌড়াদৌড়ি করতে করতে আমি কিছুটা
না বরং অনেকটা ক্লান্ত।
এসময় দেখি একজন ধর্ষিত ষোড়শী,
যে কিনা ভালো মানুষ,সজ্জন ব্যক্তিকর্তৃক
বেশ্যা উপাধি প্রাপ্ত।


হটাতই উনি আমার পথরোধ্য করলেন,
তথাপি আমার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে
বললেন, আপনি তো একজন পুরুষ,
তাই না??????


এমন সময় আমি কিছু বলতে চাচ্ছিলাম,
কিন্তু পারছিলাম না কেননা আমার কণ্ঠ রোধ্য
শুধু নিজের কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছিল।
ঠিক এমন সময় একধরনের বট বট জাতীয়
আওয়াজ কানে আসতে থাকে।


কিছুক্ষণের মধ্যে আওয়াজটি তীব্র হচ্ছে
আর ষোড়শীও ওভাবেই তাকিয়ে আছে।
তারপরই দেখা গেলো একজন বেশ লম্বা
সুদর্শন মধ্যবয়ষ্ক লোক,যার লম্বা চুল-দাঁড়ি-গোঁফ
মাথায় ব্যারেড টুপি,কাঁধে রাইফেল।


তিনি ষোড়শীর প্রশ্নের উত্তর দিলেন
"শোন্, ও একজন মানুষ"
সঙ্গে সঙ্গেই আমার কন্ঠের রোধ্যভাবটা
কেটে গেলো আর সাথে সাথেই পিছনে তাকালাম,
ঐ নূরানী মানুষদের দেখার জন্য।


ঠিক তখনই সুদর্শন মানুষটি চিল্লাতে চিল্লাতে
বললেন," ঐ চোরেরা মোটরসাইকেলের
আওয়াজ পেয়েই পালিয়েছে"
ষোড়শী আর আমি দুজনই উনার দিকে
মুগ্ধ নয়নে তাকিয়ে।


যেন সময় থমকে গেছে,
এটা বুঝতে পেরেই উনি বললেল
"সমাজতন্ত্র দীর্ঘজীবী হোক"