মৃধু ল্যাম্পপোষ্টের আলো,
আমার ছায়াসঙ্গী।
সেই আলোতে একের পর এক,
আলো-আঁধারির খেলায়-
অর্পূব দৃশ্যকল্পের রোমন্থন করে,
আমি রাস্তা ধরে হাটঁছি ।
ঠিক তখনই তুমি এলে ঝলমলিয়ে।


চন্দ্রাবতী,
তুমি চন্দ্র রাজ্যের-
এক মোহময়ী অপ্সরা।
কবির কাব্যে বহমান,
একচ্ছত্র  কল্পনার রাজকন্যা।
ভরা পূর্ণিমার আস্ফালনে,
আরেকবার নতুন করে-
তোমার ভাবনায় কাতর।


চন্দ্রালোকিত মনে এবার-
যেন গড়ে উঠবে বসতি।
জোছনা এবার হয়তো
অমাবস্যার চাদর কেটে,
স্বপ্নীল রূপালি আভায়-
আলোকিত করবে চারিদিক।


আর তারই মাঝে প্রস্ফুটিত হবে,
কাব্য আর চন্দ্রাবতীর চন্দ্রকথা।