একদিন একসাথে বসবো পাশাপাশি,
সদ্য গজানো আনকোরা-
নতুন সবুজ পাতায় শুরু থেকে শেষ।


তর্কে- বিতর্কে, দিনের ক্লান্তি-
রাত্রির যাবতীয় অবাধ্য সাহসী
অশরীরী দাগ মেপে মেপে,
একদিন ছুঁয়ে দেখব সুনন্দিতা হস্তযুগল।
হঠাৎ মুখোশ হারিয়ে,
তার চোখের পাতায় আলতো চুম্বনে-
একদিন ছুঁয়ে দেখব,
আমার বক্ষের সতেজ রক্তেমাখা তোমার ঠোঁট।


সুনন্দিতা,


তোমার আলিঙ্গনে জড়িয়ে থাকবার এই প্রয়াস,
জমুক ধুলোবালির মতো বুকের খাঁজে।
পথের ধারে ছেড়ে যাব লৌহ বসন,
সেদিন তোমার রূপে,
লেখা রূপকথা শরীরে মাখবো।