নীলা, তোমার পবিত্র মন নিয়ে
সত্য পথে অনুগত থেকে,
কখনো স্বপ্নতে  স্বপ্নভঙ্গ নয়।
তোমায় নিঃসন্দেহে,
ভালোবাসার সীমাহীন অনুভূতি নিয়ে,
জীবনের সমস্ত বিষাদময় সুরের-
শিকড় উপড়ে ফেলে,
অনীশ্বর ইশ্বর বিশ্বাসের জগতে প্রবেশ করে,
তোমায় ভালোবেসেছি।
অকৃত্রিম নিরন্তন সততা থেকে
এটা কোন তোমার প্রতি মোহ নয়,
শুধুই ভালোবাসা।


নীলা, হয়তো, তুমি জানো
তুমিই আমার নীল নীলাম্বরী।
সেই পুরষ্কার কিংবা তিরস্কারের মাঝে-
লুকিয়ে থাকা ভালোবাসাকে তুমি দেখেছো কি?
বুঝতে পেরেছো কি?
এই ভালোবাসায় পুরস্কারের ও তিরস্কারের
ভাষাকে আলিঙ্গন করে যে কতো -
কাব্যরচিত  হয়েছে তার কোন ইয়ত্তা নেই।


তবে এ তিরস্কারের যন্ত্রণা আমি সইতে পারবো।
কিন্তু,বিশ্বাস করো নীলা,
আমার কাব্য ছাড়া কেউ-
তোমায় আলিঙ্গন করবে,
সেটা কি আমি সত্যিই মানতে পারি?
না পারবো না,সত্যিই না।