চায়ের দোকানে-
প্রতিবাদ, প্রতিবাদ রব উঠে।
সদ্যজাত শিশু থেকে বৃদ্ধ প্রবীণ-
কণ্ঠে শ্লোগান-মিছিল বাজায় ঠোঁটে।


সবুজ শ্যামল ফসলের মাঠ-
ঠুকরে কেঁদে  উঠে,
পুড়ে ভস্ম হয় জল,
তুমি আমি সবার চোখেই তখন-
কেবলই ধ্বংস দেখার ছল।


তোমার নামেই বেজে উঠুক না যুদ্ধ দামামা,
যদিও তবে গোলাবারুদ কিংবা-
গ্রেনেড বানায় পণ্য,
কেনো? তুমি এখনো  চুপ কেনো?
শুধুই নীরব থাকার জন্য?