অতীত লুকিয়ে মানুষ লজ্জায়,
বেরোতে ভয় পায় বাস্তব সভ্যতায়।।


শুধু ভয় হীন সবকিছু, হারিয়ে যাবে।
প্রেয়সীর  চরণে নৃত্যরত-
নূপুরের শব্দ-নিঃশব্দে থেমে যাবে,
শাখা-কঙ্কন স্তব্ধতার খোঁজ পাবে।
রাহুদশা প্রাপ্ত হয়ে,
সূর্য অস্ত যাবে।


দুটো পাশাপাশি মানুষের মাঝে,
ক্রমশ বাড়তে থাকবে দূরত্ব ।
সভ্যতার নোনাবালি,
কালো বাতাসে ভেসে  যাবে,
খড়কুটোর মতো চরাচরে।


মানুষ অতীত ভয় পায়,
ভগ্ন স্তূপের অন্ধ গহ্বরে।।