সেই হাতে রাইফেল নিয়ে চিল্লায়া বিপ্লব,
আজ নয় আর সম্ভব।
তবুও অভুক্তের চোখের পানে চাইলে,
কিংবা শ্রমিকের ঘামে ভেজা শার্ট,
রক্তে রঞ্জিত হলে কি চুপ থাকা যায়?


কিন্তু এদেশে বেশ জল ছুঁই ছুঁই শীত-
বাষ্পে যেমন চোখ বুঝে নেয় ‘কাল’।
তেমন আমরা কোনো বিষাদ হাওয়া পেলে,
কলম দিয়েই ছাড়িয়ে নেবো ছাল।
রাইফেল তোলার জোর নেয় গায়,
তবে কলম চালানোর-
জোর ঠিকই আছে হায়।


এখানে আর ভয় করেনা রোজ,
কাব্য আমার অকেজো রাত জাগে…
তবুও কেমন ঘুমিয়ে পড়ে কবি,
বিদ্রোহ আর কাব্য করার আগে।


রাজনীতিতে বিছানা জুড়োয় কি?
ঘাম মুছে দেয় পতাকাদের রঙ,সেটা বিপ্লব?
নাহলে বিপ্লব কি?
লাল-সবুজের দেশটাকে শুধু লালে-
রাঙিয়ে দেওয়ার নামই কি তবে বিপ্লব?