গোলাপ তুমি শুভ্র হলে কেন?
তোমাতে হারাতে গিয়েও আমি পারি না
করবে যে মান প্রিয়া আমার।


গোলাপ তুমি সুগন্ধি হলে কেন?
তোমার সুঘ্রাণ যে আমার
অষ্টাদশী প্রিয়ার ফাল্গুনি বাতাসে
উড়ন্ত চুল আমার নাকের ডগায়
আলতো চুম্বনের কথা স্মরণে নিয়ে আসে।


গোলাপ তুমি এতো পবিত্র হলে কেন?
তোমার পবিত্রতা দেখে আমি বিমোহিত
হতে থাকি প্রতিনিয়ত।
আর তাতে আমার প্রিয়ার ডাগর ডাগর
আঁখি দিয়ে মুক্ত ঝড়ে অনবরত।


গোলাপ তোমায় এতো কাঁটা কেন?
কেন তুমি হস্তযুগলে হূল ফোঁটা ও?
সত্যিই কি এই কারণ যে তুমি নিজেকে,
আমার প্রিয়ার খোঁপায় সমর্পিত করবে না?
নাকি তার মতোই প্রেমিককে কষ্ট দিয়ে-
তুমিও পাও প্রশান্তি।


আচ্ছা গোলাপ তুমি যেমন রোদ-চুম্বন
ছাড়া বাঁচতে পারো না, তাহলেই ভাবো
আমি আমার প্রিয়ার ছোঁয়া ছাড়া কিভাবে
বাঁচতে পারি এ ধরণীতে.......
পারবে বলতে???