খুঁজে দেখ একটিবার  তুমি,
ভেবে দেখ তুমি, 


কার চোখে-চোখ রেখে শান্তি পাও?
কার বুকে মুখ রেখে শান্তি খোঁজে নাও? 
কার সাথে বাঁধো সংসার?
কার সাথে করো তুমি পর পার?
কার কথা ভাবো তুমি দিবস-রজনী?
ওহে,কবির হৃদয় সজনী।


সখার হাতে হাত রেখে কথা দাও এই ক্ষণে,
কথা নাও এই ক্ষণে। 
জেনে নাও আমি ছিলাম শুধুই তোমার-
হৃদয়ের প্রয়োজনে। 
হারাবার কিছু নেই আমার-
তাকে যদি নাই পাও ওগো তুমি,
ভালোবাসার প্রয়োজনে।


শুধুই তুমি ভালবেসো তাকে নিজের আলাপনে,
আমি না হয় ভালবাসবো তোমায় শুধুই স্বপনে।