একটু খানি রৌদ্র বেলায়
সুগভীর অরণ্যে ঘেরা হিজল তলায়-
ঝিরঝিরিয়ে বৃষ্টি হলে,
তুমি আর আমি নির্জন বৃক্ষ তলে,
কিশোর বয়সের গভীর কৌতূহলে,
তোমার শরীর হাতরে চলে!
অথবা
নির্জনে দেখা হলে,
দরজার ছিটকিনি নামিয়ে-
আমার অসভ্য হাত,
তোমার ব্রেসিয়ার খুলে!


তুমি বলতে ওই অসভ্য, এ "পাপ"
প্রতিত্তোরে আমি না "প্রেম"
"সর্বনাশা প্রেম"


অতঃপর আমি নতঃ শীরে!
তুমি আধ শোয়া, ভীত সন্ত্রস্ত
আপন নীড়ে।
তোমার মসৃণ  উরুজঙ্ঘায়-
তুলির আচড়ে আঁকা-
আমার প্রেমসংজ্ঞা।
তোমার ঝাঁঝালো  ঊরুসন্ধি-
যেথায় কবির বেশে সন্তর্পণে
আমি মোহে বন্দী।


প্রেমে নিহিত পাপ মিশ্রিত ভালোবাসা-
কালগ্রাসী সংস্কৃতিতে তা সর্বনাশা।
সে পাপে  আছে শুধু দহন,
জ্বলে পুড়ে মরছি আমি শ্রবনে-
তাহার বোবা ক্রন্দন।