হয়তো আর ফেরা হবে না
তোমার আগুনে জ্বলে পুড়ে-
ভস্ম হওয়া এই শহরে।
হয়তো আর সাজাবে না কোন কবি,
তোমায় ঘিরে তার ছন্দ!
হয়তো তোমার দর্শনে আর কারো-
কেঁপে উঠবে না বাম অলিন্দ।


হয়তো বা তোমার যোগ্যতা নেই বোঝার,
আমায় তুমি হাত ছাড়লেও পাবে।
তবে তোমায় ভালো থাকার কথা বলে,
সত্যিই মানুষ শেষে দুঃখ দিয়ে যাবে।


হয়তো আমার দু-চোখ ক্লান্ত হবে যেদিন,
সেই দিন তুমি ফিরবে আমার কাছে।
আমার দেহপাশে দাঁড়িয়ে বুঝবে ঠিকই,
তোমার স্মৃতি হারিয়ে গিয়েও ঠিকই কোথাও,
ভীষণ যত্নে রাখা আছে।