মণ্ডপ সেজে উঠেছে তোমার রঙে,
অপলক দৃষ্টিখন্ডিত হচ্ছো তুমি,সুনন্দিতা।
সন্ধ্যার মেঘ মালায় তুমি তোমার রূপে দেখা দিলে,
ওগো, গোধূলির আলোতে বরণ করি কি দিয়ে?
আলো স্নাত হয়ে তুমি বসলে মণ্ডপে,
প্রিয়তম'র পাশে।
ও গোধূলির আলো,
তুমি এতো স্বার্থপর হও কিভাবে?
আমার সামনেই সুনন্দিতাকে অন্যের জন্য রাঙাচ্ছ??


গোধূলির রঙে রাঙানো,
এই সুনন্দিতা আমার অপরিচিতা।
তবুও সত্যি বলছি স্রষ্টা, আমি ওকেই ভালোবাসি
বড্ড বেশি ভালোবাসি।