আবার নীরবতায় দাঁড়িয়ে থাকবো তোমার জন্য,
হৃদয়ের শেষ আবির টুকরোর স্পর্শ-
মিশিয়ে আঁকবো তোমার ছবি।
তুলির প্রতিটি আঁচড় খুঁজে বেরাবে,
আমার তোমার দুজনার সবই।
সেই নিঃসঙ্গ মূহুর্তে জন্ম নেবে,
মহাকালের শ্রেষ্ঠ প্রাণভোমরা।
আমি আর সুনন্দিতা তাদের অনেক যত্ন করবো-
তাদের মধ্যদিয়ে আমাদের সম্পর্কের আত্মায়,

অমৃত স্পর্শ দানের জন্য।


আমরা অপেক্ষা করবো,
আঙুলের ভেতর আঙুল স্পর্শ পর্যন্ত।
কিংবা মাথার উপর ফ্যাকাসে আকাশ-
রাঙা হওয়া পর্যন্ত।
সুপ্ত অনুভূতি রূঢ় সম্পর্ককে,
সতেজতা দানের আগ মূহুর্তে দাঁড়িয়েও
আমি তোমার অপেক্ষা করবো।
তবে এই অপেক্ষার প্রতিদান কি-
সুনন্দিতার চিবুকের স্পর্শ পাওয়ার অধিকার,
টুকুও আমার নেই,ইশ্বর???
জবাব দাও,চুপ করে থেকো না....