যে আমাকে ভালোবাসতে শেখালো-
তাহাতে আসক্ত একটি আঁধার রাতে
সে বড্ড সুখেই আছে।


যে যেন আজ আমার মনের রানীর মতো
ব্যক্তিগত রাজ্য পাটে পা ছড়িয়ে
সবার কাছে বসতে পারে।
বলতে পারে মনের বুলি,
সাহায্য করে কাজল নয়ন কিংবা রক্তাভ ঠোঁট।


তবে ঐ যে দেখো দুঃখী প্রেমিক
ভাদ্রের রোদে পুড়ে হচ্ছে ছাই,
শুধুই তার একবার আলিঙ্গনের অপেক্ষায়।


প্রিয়তমার প্রিয় কালো গোলাপ উপহার স্বরূপ
তার পদযুগলে সমর্পিত করার ক্ষমতা নাই তার
তবে শ্বেত-শুভ্র সাদা গোলাপ দিয়ে তার মুখের
রহস্যময় হাসিটা একটিবার দেখার
ইচ্ছে আছে পুরো ষোলআনা।


যে আমাকে ভালোবাসতে শেখালো-
হাসলে সে মুক্ত ঝড়ে
বাজে শঙ্খ নিনাদ মোর হৃদয়ে।
কাঁদলে আবার বুকে পাথর,
তার জলেতে ভাসলো আকাশ,ভূমি,পর্বত।


তাই তো বলি সবার পানে-
যে আমাকে ভালোবাসতে শেখালো,
সে যেন তার প্রিয় শুভ্র গোলাপের
পাপড়ির ন্যায় পবিত্র থাকে অমৃতকালেও।

আবার বলি যে আমাকে ভালোবাসতে শেখালো-
প্রেম শিখিয়ে মনের মাঝে উত্তপ্ত অনল জ্বালালো
সে যেন সবচেয়ে ভালো থাকে।
তা দেখতে পাই ছাই নাই পাই......