রূপ নয় , কোন এক অজানা  মায়ায় ,
বাহু ডোরে বাধতে সে চেয়েছে আমায় ।
সকলের থেকে তার আমিই আপন,
যেন তার সব , মম সময় ক্ষেপণ।
দিবসে জ্বেলে মম তরে মোমের বাতি
অল্প খানি দেখা ছিল , তার মৌন মত ।
সে ছিলো আমার ভাবনায় দিয়ে  ডুব
ক্লান্ত আমি তবুও , আপন  রাজ্যে  খুব

হয়তো আজ সুখী মম স্বপ্ন পূরনে ,
বিরহতা  জন্মে অজান্তে তব বিহনে।
আমি জেনে করেছি তব রুহ কতল,
প্রেমের নদে তুই ডুবেছিস  অতল।
ক্ষত হৃদয়ে খুব শূন্যতা তব তরে ,
রেখে আজ নত মাথা, তাই তব দ্বার ।