নির্বাক নিশ্চুপ শুধু শব্দ খুঁজে যাই,
লজ্জিত শব্দেরা কহে, কেন অযথাই ?
কেশ তার পৌষের দাবানলী অঙ্গার ,
হৃদয় হয় সেখানে পুড়ে ছারখার ।  
সে চোখের চাহনিতে যাই সব ভুলে,
মন চায় হারাতে তাহার ওষ্ঠ তিলে।
হাসি তার বসন্তের শুভ্র কাশফুল ,
পেতে দর্শন , মন গ্রীষ্ম রূপ ব্যাকুল ।


লিখে যাই আনমনে তাহারই কথা
লোকে ভাবে তা কেবল শুধুই কবিতা
ইচ্ছে করে লিখি সব যাহা আছে জানা,
প্রেমিক মন যত সব , হোক দিওয়ানা ।  
বিবেক কহিয়া উঠে হইয়া আকুল ,
ভুলেও যেন নাহি করি মস্ত এ ভুল ।