দোষ কেনই দেব , সময় বা ভাগ্যের,  
সওদা তো তব তরে শুধুই প্রেমের ।
ডায়েরী সাজাবো লিখে প্রেম উপাখ্যান,
অন্তর হোক না কেন গীতা-কোরআন ।
দৈববাণী হয়তো তব জয় শ্রীরাম,
মম, তা লা ইলাহা ইল্লাল্লাহ কালাম ।
ঝুলিটা যতই বাড়ুক না বিভেদের,
সওদা তো তব তরে শুধুই প্রেমের ।

দোষ কিংবা বিভেদ হতে বহুদূর
ভেদাভেদ ব্যতীত কোন এক প্রান্তর।
যেখানে মন বিবেচিত মন্দির তূল্য,
আর প্রেম হবে প্রার্থনার সমমূল্য।
বাধব সেখানে প্রেম বুনিয়াদি ঘর,
বুদ হব প্রেম রাজ্যে মোরা পরস্পর  ।