একদা নজরকাড়া যৌবন ছিল
সবাইকে বিমোহিত করত সজীবতা
বাসনা পোষণ করত সান্নিধ্যের
শক্তি পেত জীবন বোধের ।


সময়ের পরিক্রমায় চলতে চলতে
উজ্জ্বলতা হারিয়েছে সকলের সেবায়,
কালক্রমে যেতে হয়েছে রাজ প্রাসাদে
আবার কখনো রাখালের মাঠে ।


ছন্নছাড়া মানুষের আড্ডায় দেখেছি
নানান রং এর কষ্ট আর অভিমানী মুখ ।
প্রমোদ তরীতে চলে উল্লাস
অন্নের সন্ধানে কাতরায় বুভুক্ষ ।


নেশায় আসক্ত লোকেদের ভিড়ে
দেখেছি বিবেক আর মনের পতন ।
অট্টালিকায় বাস করে দেখেছি ওদের
স্বার্থসিদ্ধির চতুর কলা কৌশল ।


বই পড়ুয়াদের ঘরে দেখেছি
সহজ সরল সুন্দর সুবাসিত হৃদয় ।
শিল্পপতিদের কর্মে দেখেছি
অগ্রযাত্রার দুস্তর পথ পরিক্রমা ।


সর্ব স্তরের লোকেদের সাথে কর্মে
সময়ের ব্যবধানে অর্জিত অভিজ্ঞতায়
উপরের আবরণে কালচে দাগ পড়েছে
এখন কেউ পূর্বের ন্যায় আকৃষ্ট হয় না ।


বয়সের ভাড়ে হ্রাস পাচ্ছে শক্তি
স্থবিরতায় সংকুচিত হচ্ছে পরিভ্রমণের পথ ।
এক সময়ের দুরন্ত কর্মে উদ্দীপ্ত প্রাণ
অচল পয়সার মত আবদ্ধ ঘরের ভেতর ।


১২ আগস্ট ২০১৮ ইং, বাস ভ্রমণ সময় ২:৩০ মিনিট ।