আমি তোমাকে ভালোবাসি কথাটার শেকড় সন্ধান করেছ ?
জানি সরল উত্তর দিবে ওভাবে ভাবা হয়নিতো ।
তাহলে কিভাবে বেধেছ ভালোবাসার রেশমি সুতার জাল ?
উত্তর নেইতো, বলে দিচ্ছি বাহিরের পরিধেয় পোশাক,
দু হাতে টাকা খরচ করার মাপকাঠিতে মেপে নিয়েছ ভালোবাসা ।
রঙ্গিন সুতার মায়াজালে মোহের ঘোরে প্রবেশ করেছ,
দিন বদলায়, পরিবর্তন হয় চার পাশের প্রকৃতি
নতুন রূপে সাজে বৃক্ষ রাশির কচি পাতা ।
বৎসর শেষে আবার রুক্ষ হয়ে ঝড়ে পড়ে
আবার সজীব হবে বলে পত্রের যৌবনে ।
পৃথিবীর ধারা এটা চলবে শেষ অবধি,
পক্ষান্তরে মানুষের আয়ুষ্কাল ক্ষণিকের
ভালোবাসার শেকড় একবার রুপন করলে
ইচ্ছে হলেই তাকে ছুড়ে ফেলা যায় না সম্ভব না পার্থিব জীবনে ।
ভালোবাসি কথাটার মমত্ব বোধ, গভীরতা কোমলতার কথা ভেবে
বীজ বপন করিও উর্বর ভূমিতে, যেন আবাদি ফসল হয় সতেজ দীপ্তময় ।  
আবেগ থাকে যৌবনে আর ভাবাবেগ থাকে সম্পর্কের স্থায়িত্ব করনে ।
বন্ধুর পথ দিতে হয় পাড়ি, কখনো ছেদন ও এসে যায় আপন নাড়ি ।
পোষাক আর অর্থ কড়িতে ডুবিও না মন
আত্ম আলাপে উত্তম মনে করিও হৃদয় বিসর্জন ।  
একবারের ভুল, পাবে না খুঁজে কূল, শান্তি হবে নির্মূল
ভালোবাসি শব্দ অনুভবে অন্তর করে ব্যাকুল ।


২৪/১০/২০১৮ ইং, ৯ কার্তিক ১৪২৫ বঙ্গাব্দ ।