রৌদ্র দীপ্ত নীল আকাশে
থোকা থোকা সাদা মেঘ
দুরন্ত যৌবনের নাও বেয়ে চলে
ছুটে চলে পবনের হাত ধরে ।


প্রখর রোদে সাদা মেঘের ভেলা
দু দণ্ড প্রশান্তি নিয়ে আসে,
রোদ মেঘের লুকোচুরি খেলা
শ্রাবণ আকাশের নীলাভ শোভা ।


লাল সূর্যের স্বর্ণালী আভায়
গোধূলি বেলার রঙ্গিন আকাশ,
মনের আকাশে হিমেল প্রবাহ
রাত্রিকে মুগ্ধতায় জানায় নিমন্ত্রণ ।


অপরূপ রূপে সান্ধ্য আকাশে  
চকচকে মেঘের প্রাণবন্ত প্রবাহ
কখনো মনে হয় সমুদ্রের তীরে
ঢেউয়ের প্রলেপে তরঙ্গায়িত বালুচর ।


মন ছুটে চলে তার আপন খেয়ালে
ঐ দূর সমুদ্র তটে,
তীরের বহতা বাতাস গায়ে মেখে
ভেজা বালুচরে সাগরের সুধা নিতে ।


ক্লান্তি গুলিকে ঝেড়ে ফেলে শ্রাবণ বাতাসে
বিষাদের অবসাদ গুলিকে ঘুড়ির ডানায় উড়িয়ে  
বিশুদ্ধ বাতাসের ছোঁয়ায় শীতল হই
সতেজ করে প্রাণ নীড়ে ফিরি গতিময় জীবনে ।


শ্রাবণ মেয়ের কান্নায় ঝড়ে বৃষ্টি
দূর পবন পানে অকৃত্রিম দৃষ্টি ।
এসো প্রাণের উল্লাসে হাসি
খাঁচার সেকল খুলে ভালবাসি ।


২০ জুলাই ২০১৮ ইং,
কল্যাণপুর, ঢাকা ।