গুরু গুরু গর্জনে গগন গম্ভীর  
অজানা সংকায় অন্তর অস্থির !    
আচমকা ভয় জাগায় বজ্র ধ্বনি
পাড় বিলিন করে বানের পানি।  


গগনে গর্জায় মেঘ ঘন বরষা
মুশল ধারে বৃষ্টি করে নিরাশা।
রাস্তা যখন নদী যোগাযোগে বাঁধা
যাতায়াত ব্যবস্থায় গোলক ধাঁধা।


মিরপুর মতিঝিল তিন ঘন্টার যাত্রা
ট্রাফিক বাড়িয়েছে অপেক্ষার মাত্রা ।      
হাইড্রোলিক হর্ণ রাস্তায় নিয়ন্ত্রণহীন    
দাপ্তরিক কর্মে অনিয়ম বিরামহীন ।      


এ যেন নিয়তির কাছে সময়ের বিসর্জন
আদৃত বলয়ে স্বত্ব ত্যাগে হৃদ্যতা অর্জন।    
ক্লেদ যুক্ত শক্তিতে বয়ে চলে কর্মের ঘানী    
রাজধানীর ভগ্ন রুগ্ন রূপে প্রিয় বঙ্গ জননী।    


সকাল ৯:২০ মিনিট, ১০ মে ২০১৮ ইং,  
কল্যাণপুর, ঢাকা।