চেতনার আকাশে কালো মেঘের ঘনঘটা
প্রত্যাশায় অস্তগামী সূর্যের আলোক ছটা ।
বিশেষায়িত জীবন মানবতাকে করেছে বিপন্ন
চিরায়ত বাংলার যৌথ পরিবার সঙ্কটাপন্ন ।
ধৈর্য সহনশীলতা মানবিক শিক্ষার বিপর্যয়
ধীরে ধীরে গ্রামীণ সমাজ হয়ে যাচ্ছে ক্ষয় ।
আধুনিকতার স্পর্শে বিলিন হচ্ছে মূল্যবোধ
ক্ষমতার ছুরিতে রক্তাক্ত সমাজ বাড়ছে ক্রোধ ।

চেতনা আজ সিন্ধুকে বন্দি
সময়ের হালচালে হয়েছে সন্ধি ।
চেতনার পথে শুধু অনল জ্বালা
সময়ের নায়ে জীবনের খেলা ।
চেতনার গাঁয়ে কাঁটার বসত
চলমান বাস্তবতায় তুষ্টি তাবৎ ।
চেতনা সহ অবস্থানের ধারক
আধুনিক পরাবাস্তব ছিন্নতার বাহক ।  
চেতনা সামষ্টিক উন্নয়ের সরল পথ
অপাত্রে ক্ষমতা অগ্রগতি করে রথ ।
চেতনা স্বার্থের চাদরে আবৃত
চিহ্নিত নীতিভ্রষ্ট হচ্ছে না ধৃত ।
বানরের গলায় ঘন্টি দিয়ে ঘুমায় চেতনা
আর্থ সামাজিক অবক্ষয় আগামী অজানা ।
জাগ্রত হোক ঐ চেতনা সমৃদ্ধির তরে  
সুখ শান্তি বিরাজ করুক জনতার ঘরে ।  


২৫ মে ২০২০ ইং, ১১ জৈষ্ঠ্য ১৪২৭ বঙ্গাব্দ, ১ শাওয়াল ১৪৪১ হিজরী ।
দুপুর ২টা ১৫ মিনিট, সূতিপাড়া,ধামরাই, ঢাকা ।