আমিতো ছন্নছাড়া, আমিতো ছন্নছাড়া
পাগলপারা বাঁধনহারা,
আমিতো ছন্নছাড়া ।
বারে বারে ঘুরে ঘুরে আসছি ফিরে
অবনী পরে, গগন নীড়ে, সাগর তীরে,
বারে বারে আসি ফিরে ।
আমিতো ছন্নছাড়া, আমিতো ছন্নছাড়া
পাগলপারা বাঁধনহারা,
আমিতো ছন্নছাড়া ।
হাটে মাঠে ঘাটে, মিলে যে মিলন মেলা
আপন আলোয় চলছে জনা সাজিয়ে ভেলা
সাঙ্গ কর ধরার খেলা ।
ইচ্ছে গুলি জমিয়ে বুকে
কত শত লোক মরছে ধুকে ধুকে ।  
আমিতো ছন্নছাড়া আমিতো ছন্নছাড়া
পাগলপারা বাঁধনহারা,
আমিতো ছন্নছাড়া ।
দিকে দিকে তাড়িত মানুষ
জীবিকার তাড়নায় বেহুস
পার্থিব ও ভাবনায় না পাওয়ার যাতনায়
দিবানিশি দিকভ্রান্ত
ঐশ্বর্যের পিছনে ছুটে ছুটে ক্লান্ত ।
ব্যাংকের কাঁড়ি কাঁড়ি টাকা রয়ে যাবে ঢাকা
অবশেষে অনিমেষে অংকটা ফাঁকা,
জন্ম মৃত্যুর মাঝে অনন্ত ভালোবাসার ধোঁকা ।
আমিতো ছন্নছাড়া, আমিতো ছন্নছাড়া
পাগলপারা বাঁধনহারা,
আমিতো ছন্নছাড়া ।
ইচ্ছেরা ডাকে মোহের মায়ায়
গোলাপের বাগানে যৌবন হারায়
স্বপ্নীল আগামী অন্ধকারে তলায় ।
বারে বারে ঘুরে ঘুরে আসছি ফিরে
অবনী পরে, গগন নীড়ে, সাগর তীরে,
বারে বারে আসছে ফিরে ।
আমিতো ছন্নছাড়া, আমিতো ছন্নছাড়া
পাগলপারা বাঁধনহারা,
আমিতো ছন্নছাড়া, আমিতো ছন্নছাড়া, আমিতো ছন্নছাড়া, আমিতো ছন্নছাড়া, আমিতো ছন্নছাড়া ।