কাঙ্ক্ষিত চূড়ায় চড়ে ও ভৃত্য
আত্ম কর্মের সিক্ততায় তিক্ত ।
সোনালি দিনে বট বৃক্ষে দিয়ে জল ধারা
রুদ্র দীপ্ত দুপুরে ঐ ছায়াতলে অধরা তাঁরা ।


অনুজের ডিঙিতে নতুনের কেতন
নিতান্ত শান্ত হিমেল কোমলের যতন ।
তীক্ষ্ণতায় ক্রিয়া করে পেনাল্টির বল  
সহাস্যে উদ্ধত যত নিকম্মার দল ।


বাজিয়ে সুরেলা বাঁশি, নোনা জল ঝড়িয়ে  
ক্লান্ত দুপুরে উত্তপ্ত পিচ ঢালা পথ মাড়িয়ে,  
কল্যাণের ডালায় প্রত্যাশিত স্বপ্নের ফুল    
আয়েসের খায়েশে কৃত কর্মের যত ভুল ।


অন্বেষণের নেশায় মত্ত মাতাল মস্তিষ্ক
বিচক্ষণতায় জয়ী জীবনকে করে উষ্কখুস্ক ।
অবসরের ভাবনা ভাবায়না ওপারের পথে যায় না
মেকি ধর্ম কর্মের ধোঁকায় সবল আলেয়ার আয়না ।  


বাঁধানো বাগানে পতঙ্গের আনাগোনা  
গোলাপ কলি সামলাতে মালীর যত ভাবনা ।
হিয়ার বাঁধনে না বাধে ঘর আপন কে করে পর  
ক্ষণিক বণিকের আনুকূল্যে পরে নিভৃত যাযাবর ।


৯:৩০ মিনিট, ২৩/০৭/২০১৯ ইং, কল্যাণপুর, ঢাকা ।