ভুবন গগন চলিতেছে আদি-অন্ত  
বৃত্তের মাঝে ভৃত্য করিতেছে নৃত্য ।
ভুলিয়া বিধাতার বিধান    
মোহের কর্মে দিনমান ।


সরল গরল বহমান স্রোতধারা
সরলে সুখ, গরল দুঃখে ভরা ।
গরলে পাপ বুঝিয়াও ভৃত্য
ক্ষমতার  দুরাশায়  অন্যায়ে লিপ্ত ।


স্বার্থের বেড়াজালে ছেদিয়া বক্ষ
প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠায় কত পক্ষ,
রক্তের খেলায় মাতিয়াছে উন্মুক্ত
সাধারণে করিয়া হত্যা যজ্ঞ ।


নিজ স্বার্থ  উদ্ধারে সর্বদা চেষ্টায় মহারথী
ভালবাসার ঠুনকো চাদরে আমরা মালা গাঁথি ।
চোখ থাকিতে দেখি না, মন থাকিতে ভাবিনা,
অস্পষ্ট বৃত্তের বলয়ে কাটিয়া যায় দিন ।


ক্ষিপ্ত পবনের তেজ দীপ্ত উত্তাল প্রবাহে  
বিলীন করিয়া ক্ষমতার দম্ভ স্বীয় আবহে,
যুগে যুগে প্রকৃতি হয়েছে শান্ত  
নব পল্লবে সাজাতে পুষ্পের বৃন্ত ।    


কল্যাণপুর, ঢাকা ।
১৪/১২/২০১২ ইং