অলিখিত পরিপত্রে লিপিবদ্ধ সেই নাম, একদা
যার চারপাশে পদচারণায় মুখরিত সোনালি সেদিন।
আজ সময়ের আবহে ধূসর সব পাণ্ডুলিপি
হৃদয়ের ক্যানভাসে উঁকি দেয় সুখের ছবি।


ইচ্ছে গুলি শূন্যে ভেসে খেলত কানামাছি  
উড়ো উড়ো মনে দুরু দুরু বুক থাকেনি নিশ্চুপ।
পায়ে জড়িয়েছে কাঁদা, নদীর হাঁটু জল
ইচ্ছের হাত ধরে পেছনে ফেলে অবারিত পথ।  


হাজারো প্রশ্নের গোলক ধাঁধা জন্মেছে অমানিশা
ভেবে ভেবে ব্যাকুল, নেই আশু সমাধানের দিশা,
ইচ্ছের সরল রেল জংশনে হয়েছে বিক্ষিপ্ত
বক্রতায় বেঁকে গতিপথ, ভেঙেছে সম্মোহনী হিয়া ।


প্রতি দানের নিকষিত অংশ অন্তর্ধানে
আলোর বিয়োগে অন্ধকারের অতলে ।
বিষম আবেগে বিরহের বৈভব
দূর, দূরে চলে গেছে সরব কলরব ।


সকাল ১১টা ৪৪ মিনিট
২০/১১/২০১৮ ইং, বুধবার, কল্যাণপুর, ঢাকা ।