শুকনো ঝরা মর্মর গ্রীষ্মের দুপুরে
কেউ আমায় বলেছিল সঙ্গী হবে ?
বলেছিলাম আপত্তি নেই তুমি চাইলে
এই শুষ্ক প্রান্তরে ঝর্ণার স্রোত বইবে ।


এক জীবনের আলোক বর্ষ পারি দিব
বিগ ব্যাং এর অতলে যাবার আগে ।
তোমার চোখে আমার চোখ রেখে স্বপ্ন বুনব
আর নকশীর নিখুঁত আঁচে তার পূর্ণতা দিব ।


বাহারি রঙে মুখরিত হবে যতনে গড়া ভুবন
যেথায় ভালোবাসার ফুল ফুটবে চন্দ্র মল্লিকার মত ।
নিমেষেই প্রেষণ মুছে প্রশান্তির নিঃশ্বাসে ভরবে বুক
সবুজের সমারোহে আনন্দের ছোঁয়া লাগবে প্রাণে ।


কেউ হাতের উপর হাত রেখে বলেছিল ছেড়না
স্বপ্ন ভঙ্গ হলে ভুলে যেওনা ক্ষণিক সময়ের আলাপন ।
চলার পথে সঙ্গ দিবে না এ জ্বালা বল কি করে সই ?
স্বপ্নের মাঝে কিছুটা ক্ষান্ত দিও যেন তোমার সহচর হই ।  


১৩/০৩/২০১৮ ইংরেজি, ২৯ফাল্গুন,১৪২৪ বঙ্গাব্দ, ২৪ জমাদিউস সানি ১৪৩৯ আরবি।