মাঝে মাঝে অন্তর শুকিয়ে যায় তোমার কথা ভেবে
বলবে কি আমায় তুমি আপন ছিলে কবে ?
সময়ের সাথে ভেলা ভাসিয়ে দিলে বন্ধুর পথ পাড়ি
চলে গেছ দূরে, আমি ভব ঘুরে শূন্য আমার বাড়ি ।  


প্রেরণার প্রেয়সী পরবাসে অন্যের পসরা সাজিয়ে মত্ত
কায়ার কামনা অধরা স্বপ্নে সুখ খুঁজে বেড়ায় নিত্য    
আলোকিত বিত্তের বৈভবে চিত্তকে সাজালে
জান কি ? এ কেমন বিষম ব্যথা অন্তরে দিয়ে গেলে ?  


নিশিতে নেশায় মত্ত প্রহর কাটে তোমার ভাবনায়
কেন তুমি বারে বারে উঁকি দাও ইন্দ্রের আঙিনায় ?
অমাবস্যায় ভগ্ন প্রস্তর দেয়ালে লেগেছে মাথায় চোট
দহনে মনের ভাষা বুকে লুকায় কেঁপে কেঁপে উঠে ঠোঁট ।


শুক্র বার, বিকেল ৫ ৩১ মিনিট,
১৮/১/২০১৯ ইং, কল্যাণপুর, ঢাকা ।