যৌবনের সময়ে অনুভূতির শেকড় বেশ মজবুত ছিল
শক্তিশালী বৈশাখী ঝড়ে অটুট থাকত দৃঢ় প্রত্যয়ে ।
কালের বিবর্তে শেকড়ের শক্তি হ্রাস পেয়েছে
নুইয়ে পড়েছে বিস্তৃত শাখা উন্মুক্ত জমিনের উপর ।


রঙ্গিন উর্বর শ্যামলিমা হারিয়েছে নব্য পলির অতলে  
প্রযুক্তির কারুকাজে বিলিন হচ্ছে ধরিত্রীর সাবলীলতা ।  
অনন্ত পথ পরিক্রমার প্রতিকূলে নিঃস্বতার মায়াজাল
মাধুরীর মধুর চাতুরতায় কল্পনা হয়েছে বেহাল ।


স্বপ্নে আঁকা পেন্সিলের কালি গুলি ঝাপসা বিবর্ণ অতীত
কালের অনুলিপি হতে ব্যর্থ মননে নিঃস্বতার ছায়া ।
ইচ্ছে গুলি অনিচ্ছার আঁধারে হারিয়ে অতৃপ্তির খেদ
বৈরী অন্তর দ্বন্দ্বে বেড়ে চলে মননের বিভেদ ।  


তস্করের ফাঁদে লস্কর বয়ে বেড়ায় শুভংকরের ফন্দি  
ইচ্ছে গুলি তাই কল্পিত স্বপ্নের অদৃশ্য জালে বন্দি ।  
অপ্রাপ্তির নোঙ্গর সাগর পাড়ে তিলে তিলে নশ্বর  
অস্তিত্বের ইতিতে সরল সমর্পণে আপন পর ।            


২২ এপ্রিল ২০১৮ ইং,
৯ বৈশাখ ১৪২৫, ৫ শাবান ১৪৩৯ ।