সুপ্ত মানবতা    
-মোহাম্মদ আজিজুল হক রাসেল


অমিয় পাত্রে সুপেয় ধারার প্রবর্তন
অতি প্রাকৃতিক এবং বিশুদ্ধ ও চিরন্তন ।
অপাত্রে সিধ্য মানবতার যুক্তিযুক্ত বুলিতে
প্রথিতযশা পণ্ডিত নিন্দিত ব্যাঞ্জনার তুলিতে ।


সাদা কর্মে বল, শান্তি ও মঙ্গলে আপন প্রাণ  
বসুধার চমকিত দ্যুতিতে সুরভী সুঘ্রাণ ।
অন্তিম চিন্তায় মনোযোগী মন আলোর পথের যাত্রী
অর্থ বিত্ত সোনা মাণিক্যের কামনায় পৃথিবীর দিবা-রাত্রী ।


ভাববার অবকাশ নেই ভাল কিংবা মন্দ,
ঐ যে,  ক্ষমতা আর দাপটের আদি-কালের দন্দ ।    
দেহে প্রাণ থাকিতে ব্যস্ত দেখাতে শক্তির ঢেউ,  
মাটির কায়া মাটি খাবে পুঁছবে না তখন কেউ ।  


নেশায় মত্ত বৃত্তিয় ধারা, ক্ষণিক যুগের পার্থিব মোহ !  
পড়ন্ত বিকেলে চলার পথে সঙ্গি হবে কি কেহ ?
মহা-মহিমের কথা ভুলে, স্বার্থের শীতল চাদর বিছিয়ে  
অপরের বুনা স্বপ্ন লুটিয়ে, যা পাড়ছে নিচ্ছে ছিনিয়ে ।


সে জন মানুষ, যার কর্মে ফুটে অন্যের মুখে হাঁসি    
যার বিয়োগে অপরের অন্তরে দুঃখ বোধ রাশি রাশি ।
জন সংখ্যা অনেক আছে, এ মাটির ভাল মানুষ কই ?  
ঐতিয্যগত ভাবে অন্যায়ের কাছে মাথা নোয়াবার নই ।


মানবতা আজ অদৃশ্য শেকলে আচ্ছাদিত
কূট কৌশলে মত্ত, আপন নেশায় দিকভ্রান্ত  
উষার কিরণে মানবতা অঙ্কুরিত হোক প্রত্যেকের অন্তরে      
একতা, শান্তি, শৃঙ্খলায় স্বপ্ন সাজুক বাংলার প্রতিটি পথ প্রান্তরে ।          


৮/৪/২০২১ ইং,
বৃহস্পতিবার, বিকেল ৪ টা ১৫ মিনিট ।