-মোহাম্মদ আজিজুল হক রাসেল  


কলম কে বলেছিলাম মানবতার কথা লিখব
কলম আমায় বলল কালি শুঁকিয়ে গেছে
জিজ্ঞেস করলাম কেন ? তুমি তো কালের বাহক
তুমি শুঁকিয়ে গেলে যে অন্ধকারের ডুবে যাবে আগামী ।
কলমের সরল বচন, আমার জন্মের সময় কাল থেকে অনেক যুগ
নানাবিধ ক্ষেত্রে কখনো সহজ সরল, কখনো তিতা কখনো মিঠা  
আবার কখনো হুংকারের ছন্দে আন্দোলিত হয়েছি, শিহরণ জাগিয়েছি  
মনুষ্যত্বের শেকড়ে । কাল ক্রমে আমার চাহিদা কমে যাচ্ছে, নতুন প্রযুক্তি
মানুষের মনুষ্যত্বকে ভিন্ন পথে তাড়িয়ে নিচ্ছে, যদিও তার ভালো দিক আছে, অবহেলার অবহেলায় তাই
৪০ ডিগ্রি সেলসিয়াস তাপে আমি শুঁকিয়ে যাচ্ছি মনুষ্যত্ব নেই বলে ।  
আগের দিনে আমি প্রবাহিত হতাম আর অতি যতনে মানুষ তার মূল্যবান
জীবনের অতি মূল্য সময় ব্যয় করে পড়ত, কিছু শিখত, কিছু শেখাত ।
এখন অনেকে আমায় নিয়ে লিখতে চায় লিখে, কিন্তু পাঠকের খুব অভাব ।
আবার যাও পাঠক আছে তারা অতি নিরীহ প্রকৃতির সাদা মুক্ত মনের মানুষ ।
তাদের অন্তরে ওরকম শক্তি নেই যে বুঝেও সকলের মঙ্গলার্থে  কিছু করবে । মেরুদন্ডের শক্তি না থাকলে যেমন হাঁটা যায় না তেমনি মনের জোর না থকলে সত্যের মোখমুখি হওয়া যায় না । অন্যায় করতে করতে, দেখতে দেখতে বাংলার জনগণ হারিয়েছে পূর্ব পুরুষের দীপ্তিময় অধ্যায়ের ঐতিহ্য । তাইতো এতো এতো লিখা সকলে লিখছে, পড়ছে
বিবেকে নাড়া দিচ্ছে ক্ষণিক সময়ের জন্য কিন্তু লোভ আর ক্ষমতার তাঁবেদারিতে সব ফিকে হয়ে যাচ্ছে ।  
দেখার অনেকে আছে কিন্তু দেখছে না । ভাবার অনেকে আছে কিন্তু ভাবছে না ।  
শান্তি অনেকে স্থির করতে পারে কিন্তু করছে না, প্রগতিশীল চিন্তা আছে ভেতরে কিন্তু চেতনার বড্ড অভাব ।
অন্যায়কে প্রশ্রয় দেয়া যেখানে স্বভাব, সেখানে আমিতো শুকিয়ে  যাব তাই নয় কি ? “আবার তোরা মানুষ হ” আমি আবার জেগে উঠব পূর্ণ যৌবন নিয়ে । মুখরিত করব বর্তমান, বর্তমানের ছায়া হয়ে অতীত স্মৃতি হব আর স্বপ্নের ভবিষ্যতের বুননে দ্যুতি ছড়াব মনুষ্য হৃদয়ে । ভাষা আর ভাবের তাৎপর্য বুঝতে সক্ষম পাঠক যখন নির্লিপ্ত পথ চলে, সেখানে আমার বিচরণ বৃথা তাইতো তোমাকে বলছি আমায় আর হালকা করো না বুদ্ধিজীবীরা আমায় নিয়ে শুধু গাল গপ্প করে, আশু সুরাহার বুলি ছোঁড়ে ধরি মাছ না ছুঁই পানি, এবার আমায় বিশ্রাম দাও আমি ঘুমিয়ে যাব পুনঃ জাগরণের ক্রান্তি কাল অবধি । তুমি ও সয়ে যাও না হলে ইতিহাস হবে ।    


২১/১০/২০১৯ ইং,  সমবার, ঢাকা ।