হৃদয়ের ভাঙ্গা ভাঙ্গা ঢেউ আছড়ে পরে কিনারা হীন প্রান্তরে
জলের  কণা গুলি মিশে যাচ্ছে অন্তহীন বায়ুর পরশে
খুঁজে ফিরি সেদিনের সেই রঙ্গিন দিনগুলি স্মৃতির জানালায়
ধূম্র জালে চারিদিক ধেয়ে আসছে ঘন কুয়াশায় ।


সম্মুখ পথ ক্রমেই অমসৃণ হয়ে হাতছানি দিয়ে ডাকছে
দারিদ্রের সাথে আলিঙ্গন করতে ।
নিকট অতীত সবাই গেছে ভুলে, কেউ মনে রাখেনি
সু-সময়ের সেই বর্ণিল দিনের কথা ।


হৃদয় নিংড়ানো ভালবাসা দিয়েছি জীবন উজাড় করে
ব্যথায় ছটফট করেছি, বুঝতে দেই নি মনের যন্ত্রণা ।
স্বপ্নের বাগানে কখন যে পোকা ধরেছে
ফুল দেখার আগে মুকুলেই ঝরে গেছে পাখির ডানা ।
বিষণ্ণ এ জীবন বয়ে যাচ্ছে কালের গহিনে
এতটুকু ভালোবাসার সন্ধানে ।