বৈশাখ এলো বৈশাখ এলো
শান্ত ঢুলিরা ব্যস্ত হলো
চড়ক গাছের চরকা ঘোরল
শিশুরা আনন্দে মেতে উঠল
হাল খাতার ঘণ্টা বাজল
দোকানীর পাওনা আদায় হলো ।


উৎসবে পান্তার সাথে চলে ইলিশ
দুর্বল পকেটের লোক করে ফিশফিশ ।
দীর্ঘশ্বাস ফেলে হালকা  
গরীব পান্তায় খায় কাঁচা লংকা ।


শিল্পীর বৈশাখী উৎসবের ব্যস্ত কাজের তালিকা
রূপ চর্চায় বর্ণিল সাজে সুন্দরী বালিকা ।
চারিদিকে পরেছে বৈশাখী মেলার ধুম
যাদুকর খেলায় করছে পায়রা গুম ।


বৈশাখী অনুষ্ঠান গ্রাম বাংলার গানে মুখরিত,
আরো একটি বাংলা সন হয়ে গেল গত ।
দেশি নৃত্যে মঞ্চ মুখরিত,
একটি দিনের জন্য হলেও বাঙ্গালী জাগ্রত ।


আলপনায় ফুটে উঠছে গ্রাম বাংলার ঐতিহ্যের ইতিহাস
তুলির ছোঁয়ায় তৈরি হচ্ছে শিল্পীর ক্যানভাস ।
সন্ধ্যে বেলায় বৈশাখী ঝড়ে  
কাঁচা কাঁচা আম পড়ে ।


বিদায় নিল পহেলা বৈশাখ
অন্তর জুড়ে বাংলা থাক ।