নীরব প্রভাতে শান্ত নয়নে দৃষ্টি রেখে দিগন্ত পানে
ভাবছি কখন হবে দেখা তোমার সনে ।


দেখতে দেখতে কেটে গেল বেশ কয়েকটা বছর
তোমার ডাকে সারা দিতে গুছিয়ে এনেছি সফর ।


কাজের ব্যস্ততায় ইচ্ছে থাকলেও যোগাযোগ করতে পারিনি
মনের মাঝে শক্ত করে রেখে দিয়েছি তোমার স্মৃতির গাঁথুনি ।


মন চাইত কথা বলতে গল্প করতে
কিন্তু সময় যে চলতো আমাদের বিপরীতে ।


তাইতো রীতিমত বলা হয়ে ওঠেনি
তবুও মন ভারি করা শব্দ তুমি বলোনি ।


একেই বুঝি বলে প্রেম, বলে ভালোবাসা
এরই সংস্পর্শে মানুষ খুঁজে জীবনের পরিভাষা ।