নীলাম্বরীর নীল দিগন্তে শান্তির প্রত্যাশা
নিরেট বাস্তবতায় ধেয়ে আসে হতাশা ।
নিত্য কর্মে অর্থনীতির চাকা করে সচল  
ভবিষ্যতের প্রত্যাশায় চাঙ্গা করে মনোবল ।  


বারংবার ধোঁকা খায় আন্তরিক চাতুরতায়
শেকড় মজবুত করিতে তবু আশা না ফুরায় ।
উঠে দাঁড়ায় গুটি গুটি পায় পঙ্কিল প্রতিকূলতায়  
সততার সাত পাঁচে জীবন, নতুন কুড়ির ঠিকানায় ।  


সৎ কর্মে বুকে বল দমে থাকে শক্তি
সমীহ করে সাধারনে দেয় যথার্থ উক্তি ।  
মেহনতে শান্ত নীড়ে ফিরে শান্তি
সৎ কর্মের পূর্ণতায় চিত্তে র প্রশান্তি ।  


রাত ১১ টা ৫০ মিনিট,
১৯ জুন ২০২০ইং, ৫ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ,
২৬ শাওয়াল ১৪৪১ হিজরী, ভালুম, ধামরাই, ঢাকা ।