সূর্য তেজ দীপ্ত হবার আগেই মোষল ধারে বৃষ্টি  
ঘন কালো মেঘে ঢাকা দিবাকরের আলোক দৃষ্টি ।
সুপ্ত ইচ্ছের পালক উড়ছে হৃদ আকাশে
হরষে শরীর ভেজাব স্বচ্ছ বৃষ্টির পরশে ।


আকাশের ঝর্ণাধারা ক্লান্তিগুলি ধুইয়ে নিবে
কিছু সময়ের আচ্ছন্ন্যতায় প্রসন্নতা দিবে ।
সবুজের বুক চিরে বয়ে চলা মেঠু পথ
আঁকা বাঁকা রাস্তার পাসে ফলজ রথ ।


মেঘেদের গর্জন সাথীদের তর্জন ছিল পিছু
তুচ্ছ করে বৃষ্টির আলিঙ্গন আবেগের অংশ কিছু,
শান্তির উপলব্ধিতে হৃদয়ে জেগেছে শিহরন
আনন্দময় কৈশোরে দুষ্টুমিতে উপেক্ষিত বারন ।


সোনালী স্মৃতির পাতায় জমে থাকা অনুভুতি
কোন এক সময় ছিল বৃষ্টি বিলাসের ভিমরতি ।
জ্বর ঠান্ডায় আক্রান্ত হবার ভয় ছিল না তখন
সঙ্গে ছিল বাবা মায়ের মমতা মাখানো শাসন ।


১১:৩৬ মিনিট, কল্যাণপুর, ঢাকা ।
০১/০৫/২০১৮ ইং, ১৮ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ ।