হৃদয়ের কান্না দেখেনাতো কেউ
বুকের মাঝে শুধু যন্ত্রণা ঢেউ
বার বার আঘাত করে ব্যথিত এই মনে
যার জন্য এত ব্যথা সে রাখেনি মনে।
আবেগের বসে করেছি প্রেম শিকড়ের কথা ভুলি
সোনালি দিন নষ্ট করেছি সময়কে দিয়ে বলি ।  
সময় গেছে ফুরিয়ে, ভালোবাসা গেছে হারিয়ে  
স্বপ্নের ভবিষ্যত যাচ্ছে অন্ধকারে তলিয়ে ।
সম্পর্কের মাঝে কোন খাদ ছিলনা
আমার সাথে করলে তুমি ছলনা ।
হৃদয়ে ক্ষত চিহ্ন একে দিলে,  
অর্থের মানদন্ডে অন্যকে আপন করে নিলে ।
যে ক্ষত এই জীবনে মিসবে না আর
তাকে চেষ্টা করি মিছে সারাবার ।  
তোমার দেয়া ক্ষত বিক্ষত অতীত
অনেক দূরে নিয়ে গেছে আমার জীবনের ভিত ।
এখন, আমি থাকি কুঁড়েঘরে তাল পাতার বেড়া
তুমি থাকে অট্টালিকায় চার দেয়ালে ঘেরা ।
সোনায় মোড়া অঙ্গ তোমার হাতে সোনার ঘড়ি
ভাল থাক সুখে থাক এই কামনা করি ।
হৃদয়ের কান্না দেখেনাতো কেউ
বুকের মাঝে শুধু যন্ত্রণার ঢেউ ।