অপরের সুখে সুখী
আপন সুখের খবর না রাখি
অপরের প্রেমে দৃপ্ত সাহস
নিজে প্রেম না করি ।
উহাতে আছে যাতনা, সুখ তীব্রতর
যাতনার কথা ভাবি বুঝি নিজে না কর !
এত ছন্দ এত বন্দনা কাহার লাগি
পেয়েছ কি তার দেখা, কেমন তার রূপরেখা ।
বলিবার ভাষা যদি খুঁজে নাহি পাও
সবুজ অরণ্যে যেয়ে আকাশে তাকাও ।
আকাশের নীলে পাবে বেদনার ছায়া
সবুজ প্রকৃতি দিবে সুখের মায়া ।
প্রিয়ার হাসিতে হাস অট্টহাসি
মনের আনন্দে যাও সুখের স্বপ্নে ভাসি ।
কেন কর অভিমান একে অপরে
যাতনাকে কর আলিঙ্গন আপন সংসারে ।
একটু না হয় দিলে ছাড় আপন জনের জন্য
একটু পরে দেখবে তুমি জীবন হবে ধন্য ।
সুখের সাগরে তরী ভাসিয়ে চলবে আপন মনে
তোমাদের গল্প যদিও বা অল্প বলবে জনে জনে ।
চর্চা হবে শান্তির সমাজের ভিতর
সুখ শান্তির জন্য মোরা সবাই কাতর ।