তস্করে তস্করে ভরে গেছে দেশটা
এতো খায় মেটে না জিভের তেষ্টা ।
কলমের কালিতে দিনকে করে রাত
যদিও আঁধার শেষে ফিরে রাঙা প্রভাত ।


ক্ষমতার দাপটে প্রজ্বলিত প্রজ্ঞা  
ভুলে যায় সুশাসন, করে অবজ্ঞা ।
ভাব তুমি অতি চতুর কেউ পায়নি টের,
সমাজে তার বিপরীত সংখ্যা টা কিন্তু ঢের ।

সাধারণে বুঝে সব,করে শুধু কলরব,  
চেতনা, একতার হীনতায় হয় না সরব ।
স্বার্থ কে চরিতার্থ করিতে আসেনা তোমার ক্লান্তি,  
অন্যের স্বার্থ হরণে মিলে কি ঐ আত্মার প্রশান্তি ?  


১৬ জুন ২০২০ ইং, ২ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ, ২৩ শাওয়ান ১৪৪১ হিজরী ।
ভালুম, ধামরাই, ঢাকা ।